টাঙ্গাইলের মির্জাপুরে সোহাগপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর সোহাগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, টাঙ্গাইলগামী একটি পিকআপ বিকেল সাড়ে ৫টার দিকে বাসা বাড়ির পরিবর্তনের মালামাল নিয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক, হেলপার ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, গোড়াই সোহাগপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কায় পিকআপ উলটে যায়। এতে করে পিকআপের চালকসহ তিনজন নিহত হন। পিকআপে থাকা চালকসহ তিনজন নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এমএএস