গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩
গাইবান্ধার সাঘাটায় টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনজনের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৮), মৃত সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫) এবং মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ মিলন মিয়া (২৫)। এর মধ্যে আফজাল হোসেন ও মিলন মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয়দের বরাত দিয়ে কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু ঢাকা পোস্টকে জানান, মকবুল হোসেনের ছেলে মিলনের বাড়িতে পল্লী বিদ্যুতের তার পুড়ে গিয়ে টিনের ঘরের গায়ে লেগে ছিল। অসাবধানতাবশত মোশারফ হোসেন প্রথমে ঘরে প্রবেশ করলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে যান আফজাল হোসেন, তিনিও বিদ্যুতায়িত হন। পরে মিলন মিয়া দুজনকে উদ্ধার করতে গেলে তিনজনেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। একসঙ্গে তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা করা হয়েছে।
রিপন আকন্দ/আরএআর