কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর
দীর্ঘ সাত বছর পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব। কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ, ২০১৮ সালের ১৩ জুন মারুফ মিয়াকে সভাপতি ও ফেরদৌস আহমেদ নেভীনকে সাধারণ সম্পাদক করে ৫৮ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। পরে তিন বছরেরও বেশি সময় এ কমিটি দায়িত্ব পালনরত অবস্থায় ৫৮ সদস্যকে বহাল রেখেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মো. মারুফ মিয়াকে সভাপতি ও ফেরদৌস আহমেদ নেভীনকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়। ওই কমিটিতে সিনিয়র সহসভাপতি ছিলেন রেদোয়ান রহমান ওয়াকিউর, শরিফুল ইসলাম নিশাত ছিলেন সাংগঠনিক সম্পাদক। আর রাফিউল ইসলাম নওসাদ ও জাকির হোসেন রাজীব ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে