বিএনপির জন্ম না হলে দেশে গণতন্ত্র ফিরত না : সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ডিএনএ-তে গণতন্ত্র নেই। তারা জন্মগতভাবেই স্বৈরতন্ত্রে বিশ্বাসী, জনগণের ভোটাধিকার হরণ করাই তাদের রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগ ইতিহাসের কলঙ্কজনক গণহত্যাকারী দল হিসেবে পরিচিত।
সোমবার (১৯ মে) বিকেলে সিলেট নগরীর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক নায়কতান্ত্রিক বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করে দেশের মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের সমান অধিকার নিশ্চিত করেছিলেন।
তিনি বলেন, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ। বিএনপির জন্ম না হলে দেশে গণতন্ত্র ফিরত না, সংসদীয় সরকার ব্যবস্থা গড়ে উঠত না। এমনকি তত্ত্বাবধায়ক সরকারও আসত না। বিএনপির সদস্য হতে হলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হতে হবে।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বাতিল করে দিয়েছে। কিন্তু তারা এখনো ক্ষমতা আঁকড়ে আছে এবং কখনো তাদের অপরাধের জন্য অনুশোচনা করেনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, এম.এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, শাম্মী আক্তার, এম. নাসের রহমান, মিজানুর রহমান চৌধুরী, শেখ সুজাত মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ুন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাসুদ আহমদ রনি/আরএআর