খুলনায় নিলু বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) নগরীর পশ্চিম  টুটপাড়া কবি নজরুল ইসলাম সড়কস্থ দারোগা বস্তির ফেরদৌসী বেগম পলির পরিত্যক্ত এক তলা ভবন থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নিলু বেগমকে ঘুম থেকে উঠতে না দেখে এলাকাবাসী জানালা দিয়ে দেখতে পায়, তার রক্তাক্ত দেহ খাটের পূর্বপাশের মেঝেতে পড়ে আছে। পরবর্তীতে স্থানীয় লোকজন খুলনা সদর থানায় জানালে ঘরের বারান্দার তালা এবং কক্ষের তালা ভেঙে পুলিশ তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ঢাকা পোস্টকে বলেন, নিলু বেগম ওই এলাকায় বিভিন্ন বাসায় সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করতেন।

তিনি বলেন, জানা গেছে নিলু বেগম চড়া সুদে এলাকার বিভিন্ন মানুষের কাছে টাকার সুদে ব্যবসা করতেন। দুষ্কৃতিকারীর ধারণা নীলু বেগমের ঘরে টাকা রয়েছে। দুষ্কৃতিকারীরা ঘরের পেছনে পশ্চিম দিকে নোনা ধরা জরাজীর্ণ বাথরুমের ওয়াল এর ইট খুলে ভেতরে প্রবেশ করে। হয়তো তাদের দেখে ফেলায় নিলু বেগমক ছুরি দিয়ে আঘাত করে মৃত নিশ্চিত করে ঘরের মধ্যে লোহার মিটসেপ, টিনের ট্রাঙ্ক ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে টাকা পয়সা এবং স্বর্ণালংকার নিয়ে বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মোহাম্মদ মিলন/এমএএস