সংবাদ প্রকাশ পর
সরিয়ে দেওয়া হল ভূমি অফিসের সেই ‘গুরুত্বপূর্ণ কর্মচারী’
নিয়োগ নেই, তবুও তারা ভূমি অফিসের গুরুত্বপূর্ণ ‘কর্মচারী’- এই শিরোনামে নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলো থেকে সেই ৪ যুবককে সরিয়ে দেওয়া হয়েছে। এতে ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) মো. আজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, কোনো ধরনের নিয়োগ ছাড়াই যারা ভূমি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। ঢাকা পোস্টে এই বস্তুনিষ্ঠ সংবাদটি প্রকাশ হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত একাধিক সাংবাদিক বলেন, এই চিত্র জেলার বেশিরভাগ ভূমি অফিসের। কোনো ধরনের নিয়োগ ছাড়াই অনেক লোক ভূমি অফিসের মতো গুরুত্বপূর্ণ অফিসে কাজ করছে। সেখানে তারা অনলাইন সেবা দেওয়ার নামে অতিরিক্ত টাকা আদায় করছে। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এদিকে ঢাকা পোস্টের নিউজের বস্তুনিষ্ঠতা স্বীকার করে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভূমি সহকারী (নায়েব) মো. মঞ্জুরুল হক হীরা বলেন, গত ২৮ এপ্রিল আমি এই অফিসে যোগদান করেছি। মাত্র ১৫ কার্যদিবস এই অফিসে আমার কার্যকাল। এখানে কোনো খাজনা বা খারিজের সঙ্গে আমার আর্থিক লেনদেন নেই। প্রকাশিত সংবাদে নায়েবের যোগসাজসের অভিযোগ ভিত্তিহীন। তবে অপরাটেরের বিষয়টি আমি অবগত নই। তিনি অনেক আগে থেকেই এই অফিসে কাজ করছেন।
তিনি আরও বলেন, ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক এবং এসিল্যান্ডের নির্দেশে সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে। গত দুই দিন ধরে তারা অফিসে আসছে না।
তবে ডৌহাখলা ইউনিয়নের নায়েব মো. আবুল হাশেম বলেন, আমিসহ অনেক নায়েক কম্পিউটারে অনভিজ্ঞ। কিন্তু বর্তমানে ভূমি অফিসের সব কাজ অনলাইনে হয়। এ কারণে কম্পিউটার অপারেটরের সাহায্য ছাড়া কাজ করা আমাদের জন্য অনেক কঠিন। বিষয়টি সরকার নজরে নিয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ পদক্ষেপ নেওয়া অতিব জরুরি।
তবে এই বিষয়ে জানতে একাধিকবার গৌরীপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা’র ব্যবহৃত সরকারি নাম্বারে কল করলেও তিনি রিভিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।
আমান উল্লাহ আকন্দ/আরকে