ফেনীতে ট্রাকের চাপায় মো. হারুন নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে লেমুয়া রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি অবস্থান নেয়। এ সময় সামনে থাকা ট্রাকের চালক অসাবধানতাবশত গাড়ি ঘোরাতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে পেছনে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক হারুন নিহত হন।

মোহাম্মদ শাহিন ইমরান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, অবৈধ ক্রসিংয়ের কারণে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা দৃষ্টি দিলে এমন দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় অটোরিকশা চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তারেক চৌধুরী/এমজে