পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে সফরের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় এলাকায় ঘটনাস্থল ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সরেজমিনে এসেছি এবং বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, হামলার ঘটনায় শেরপুরে কর্মরত এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, তার ভাই নূরে আলমসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে সোমবার (২৬ মে) দাওধারা এলাকায় বনভূমিতে পর্যটন কেন্দ্র স্থাপন ঘিরে উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হন। এসময় অন্তত ছয়জন সাংবাদিক আহত হন বলে জানা যায়।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এদিকে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নাইমুর রহমান তালুকদার/এমএএস