হাওরে ধান কাটছিলেন বাবা। ক্ষুধার্ত বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যায় ছেলে আমির হোসেন। খাবার দিয়ে আর বাড়ি ফেরা হয়নি, বজ্রপাতে পথেই মৃত্যু হয় তার।

বুধবার (২৮ মে) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

আমির হোসেন জিরাগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। সে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজলুল হকসহ কয়েকজন কৃষক বক্তারপুর গ্রামের হাওরে বোরো ধান কাটছিলেন। তাকে দুপুরের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন তার ছেলে আমির হোসেন। এ সময় হটাৎ বজ্রপাত হলে বক্তারপুর গ্রামের কাছে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, বক্তারপুর গ্রামের মাঠে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তামিম রায়হান/এএমকে