ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বেসরকারি একটি হাসপাতাল থেকে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। রোববার (৬ জুন) দুপুরে উপজেলার আহমেদ হাসপাতালে এ ঘটনা ঘটে।

 চুরি হওয়া শিশুটির নাম ওবায়েদ। ৪৭ দিন বয়সী ওই শিশু নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে শিশুটিকে নিয়ে আহমেদ হাসপাতালে যান শিশুটির মা সাবিনা আক্তার। চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাম করার জন্য বলেন। 

হাসপাতালের আল্ট্রসনোগ্রাম কক্ষে ঢোকার আগে সাবিনা আক্তার শিশুটিকে তার পাশে বসা অপরিচিত এক নারীর কোলে দিয়ে যান। পরে আল্ট্রাসনোগ্রাম কক্ষ থেকে বেরিয়ে দেখেন ওই নারী সেখানে নেই। হাসপাতাল ও আশপাশে অনেক খোঁজ করেও ওই নারীকে পাওয়া যায়নি।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, শিশু চুরি হওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে।

আজিজুল সঞ্চয়/এমএএস