জমে থাকা বৃষ্টির পানি নিয়ে কথা কাটাকাটি-হাতাহাতি, মৃত্যু
একজনের ঘরের টিনের চালের বৃষ্টির পানি পড়ে আরেকজনের জমিতে। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। এখানেও শেষ হয়নি, এই তুচ্ছ ঘটনা এতটাই ভয়াবহ রূপ নেয় যে, এর জেরে প্রাণ হারান একজন।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিলে। এ ঘটনায় মারা গেছেন কৃষ্ণধন দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধ। গতকাল বিকেলে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য বদলকোট গ্রামের লালু ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণধন দেবনাথের জমির ওপর শিপন ও রিপনের বসতঘরের টিনের চালের পানি পড়ে জমে থাকে। এ নিয়ে কৃষ্ণধন দেবনাথের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে ভুক্তভোগীর ছেলে রাজীব কৃষ্ণ দেবনাথ ঘটনাস্থলে এগিয়ে যান। তখন তাকেও মারধর করা হয়। এর একপর্যায়ে কৃষ্ণধন দেবনাথ অচেতন হয়ে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে এবং চাটখিল থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে রাজীব কৃষ্ণ দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, আমার বাবাকে মারধর করে শিপন ও রিপন। যার ফলে বাবা মারা যান। আমরা আসামিদের বিচার চাই।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/এনএফ