অচিরেই তারেক রহমান দেশে ফিরবেন : ওয়াহাব আকন্দ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, অচিরেই তারেক রহমান দেশে ফিরে আসবেন। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন—এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা দেশের মানুষ সহ্য করবে না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে। প্রয়োজনে ঘেরাও আন্দোলন কর্মসূচি করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করা হবে। আর ওই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
শনিবার (৩১ মে) দুপুর ১টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে কোতোয়ালি থানা ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে ওয়াহাব আকন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তার নেতৃত্বে খাদ্যে স্বনির্ভরতা অর্জন থেকে শুরু করে দেশের অর্থনীতি পুর্নগঠন হয়েছে। সেই শহীদ জিয়ার হাতেই প্রতিষ্ঠিত দল বিএনপি। এই দলে প্রতিযোগিতা থাকবে কিন্তু নেতৃত্বের দ্বন্দ্ব থাকবে না। আমরা ছাত্রদল করেই বিএনপিতে ঠাঁই পেয়েছি। ছাত্রদলের হারানো গৌরব ও ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি মো. আরিফ রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আ. রব আকন্দ রতন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম প্রমুখ। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে