লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ের জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৫-৭টি মোটরসাইকেলে করে ১৪-১৫ জনের একটি দল আসে। তারা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। এরপর কিছু জিনিসপত্র বাইরে বের করে কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
পাশের মার্কেটের দোকানগুলো বাঁচাতে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে জাতীয় পার্টির কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী উপস্থিত হয়ে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে রাখে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাস্থলে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। কারা এ ঘটনা ঘটাতে পারে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে জানান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
নিয়াজ আহমেদ সিপন/এসএসএইচ