আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি, তবে বাড়ছে হাওড়া নদীর পানি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হাওড়া নদীর পানি বাড়ছে ধীরে ধীরে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি সোমবার (২ জুন) রাত থেকে কিছুটা স্বস্তির দিকে যেতে শুরু করেছে।
স্থানীয় সূত্র জানায়, আখাউড়া দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তঘেঁষা বাউতলা, আবদুল্লাহপুর, ইটনা, কেন্দুয়াই, ছয়ঘরিয়া ও কালিকাপুরসহ অন্তত ১৯টি গ্রামে পানি ঢুকে পড়ে। প্লাবিত হয় বহু বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং সড়কপথ। বিশেষ করে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে। এতে করে ৪৫০টির বেশি পরিবার পানিবন্দি অবস্থায় পড়লে প্রশাসনের পক্ষ থেকে ১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়।
বিজ্ঞাপন
তবে আশার কথা, সোমবার রাত থেকে পানি সরে যেতে শুরু করেছে অনেক এলাকাজুড়ে। বাসাবাড়ি ও সড়কের পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাওড়া নদীর গঙ্গাসাগর পয়েন্টে পানি ৮ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো তা বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান বলেন, হাওড়া নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। যদি ভারত থেকে নতুন করে পাহাড়ি ঢল না আসে, তবে এ পানি আর তেমন বাড়বে না। বৃষ্টিপাত থাকলেও বড় ধরনের ঝুঁকি নেই।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার ও জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি ও পুনর্বাসনের কাজ চলমান রয়েছে।
মাজহারুল করিম/আরকে