বউভাতে মাংস কম দেয়ায় কনেপক্ষের হামলায় বরের চাচার মৃত্যু হয়

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বরিশাল নগরীর বিমানবন্দর থানায় নিহত আজহার মীরের ছেলে সুরুজ মীর বাদী হয়ে মামলাটি করেন।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আটক ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে বউভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়া নিয়ে কনেপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বরের চাচা আজাহার মীর  (৬৫)। ঘটনার পরপরই বর পক্ষের লোক কনেসহ ২২ জনকে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন  পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম ও বিমানবন্দর থানার সহকারী কমিশনার নাসরিন জাহান। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং রাতেই ময়নাতদন্ত সম্পন্ন হয়। 

আরএআর