প্রতীকী ছবি

মৌলভীবাজারের জায়ফরনগর ইউনিয়নে পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।‌ মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবা-মেয়ের নাম যথাক্রমে বাবুল আহমেদ বাবু (৬০) ও হালিমা (১৮)। হালিমার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। 

জানা যায়, জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষ্যে তিনি নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার  নিজ বাড়ির পুকুরের পানিতে বিকেলের দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একসাথে বাবা ও মেয়ের মৃত্যুর খবরে পুরো পরিবার জুড়ে চলছে আহাজারি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন মৃতদের বাড়িতে আসছেন।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, বাবুল আহমেদ বাবুল ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে বাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়েকে পুকুরে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহিরুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে এই ঘটনার খবর শুনে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিহতের বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের খোঁজখবর নেন। তিনি তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন।

জামায়াত আমিরের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামীর আলী, মৌলভীবাজার-১ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, সেক্রেটারি আজিম উদ্দিন, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসালম।

আশরাফ আলী/এমএ