৫ বছর ধরে ট্যাক্স টোকেন নেই হানিফ পরিবহনের একটি কোচের
সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও শহরের বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। এসময় গাড়ির বৈধ কাগজ না থাকা এবং ৫ বছর ধরে সরকারকে দুই লাখ ২৩ হাজার টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ায় যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ, এছাড়া একটি মাইক্রোবাস ও একটি মাহিন্দ্র গাড়ি এবং ১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয় হয় এবং ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১০ জুন) শহরের রোড রেলস্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।
বিজ্ঞাপন
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। যা আগামী ১৪ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। দিনের পাশাপাশি রাতেও শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল, সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মো. আরেফে রব্বানী বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।
বিজ্ঞাপন
রেদওয়ান মিলন/এমএএস