গাছে ঝুলছিল স্বামীর মরদেহ, স্ত্রীর লাশ পড়েছিল মাঠে
যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন— মনিরুজ্জামান ও রেহানা। নিজ বাড়ির উঠানে আমড়া গাছের সাথে ঝুলছিল মনিরুজ্জামানের মরদেহ আর বাড়ির পাশে ফাঁকা মাঠে পড়েছিল রেহেনার মরদেহ।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী জানায়, দম্পতির মধ্যে পারিবারিক কলহ ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আর্থিক সংকটে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মনিরুজ্জামান তাকে গলা টিপে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, সকালে স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্বামীর মরদেহ গাছে ঝুলছিল এবং স্ত্রীর মরদেহ পড়ে ছিল মাঠে। প্রাথমিকভাবে আমরা পারিবারিক কলহ ও আত্মহত্যার ঘটনা হিসেবে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এনএফ