সাভারে লতা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শাহী মসজিদের পাশে সোলেইমান মেম্বারের মালিকানাধীন ভাড়া বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শ্বশুর মাসুদকে আটক করা হয়েছে। 

নিহত লতা আক্তার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার দিয়ানগর গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে। সে স্বামী সেলিককে নিয়ে সাভারের তেঁতুলঝড়া এলাকায় সোলেইমান মেম্বারের মালিকানাধীন ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহত লতার ভগ্নিপতি সানাউল্লাহ বলেন, দুপুরে ঘরের ভেতরে প্রবেশ করে লতার অর্ধউলঙ্গ মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। লতার শরীরের বিভিন্ন স্থানে হাতের নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। তার শ্বশুর তাকে ধর্ষণের পর হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আব্বাস ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুরকে আটক করা হয়েছে। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। 

লোটন আচার্য্য/আরএআর