কক্সবাজারে আবাসিক হোটেলে অভিযান, ৪৮ তরুণ-তরুণী আটক
কক্সবাজার শহরের কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ ১০ জন তরুণী।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
বিজ্ঞাপন
তিনি জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়। এ সময় ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
লাইট হাউস এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিক বলেন, দীর্ঘদিন ধরে কটেজ জোনের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছিল। এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি। অভিযান চালিয়ে তাদের আটক করায় অনেকটা স্বস্তি ফিরেছে।
সাইদুল ফরহাদ/আরএআর