কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামুর রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছরের শিশু রিয়াদ এবং রামু এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।

প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস জানান, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূরবী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভারভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহতদের বাস কেটে উদ্ধার করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সাইদুল ফরহাদ/এসএসএইচ/আরকে