খুলনায় মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেক‌কে ৫ হাজার টাকা করে জ‌রিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সু‌মি আহমেদ এ রায় ঘোষণা ক‌রেন। রায়ের বিষয়‌টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হলেন, নগরীর দৌলতপুর ব‌ণিকপাড়া খানাবা‌ড়ির বা‌সিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী মিরেরডাঙ্গার বা‌সিন্দা শেখ আশরাফুল ইসলা‌মের ছেলে জুয়েল মাহমুদ সাগর।

আদাল‌ত সূত্রে জানা যায়, ২০১৫ সা‌লের ৩০ জুলাই রাতে খুলনার খা‌লিশপুর থানার পু‌লিশ গোপন সংবা‌দের মাধ্যমে জানতে পারে দুইজন যুবক এক‌টি লাইল‌নের ব্যাগে ৪০ বোতল ফে‌ন্সি‌ডিল নিয়ে খা‌লিশপুর হ‌য়ে দৌলতপুরের দিকে যাবে। এমন সংবাদ পে‌য়ে ওই রাতে খা‌লিশপুর থানার পু‌লিশ গোয়ালখালী কবরস্থানের সামনে চেক‌পোস্ট ব‌সিয়ে তল্লা‌শি কর‌তে থা‌কে। রাত ১১টা ১০ মিনিটের দিকে এক‌টি মোটরসাইকেলে ২ জন জোড়াগেট পার হ‌য়ে সাম‌নের দি‌কে যাচ্ছিল। এ সম‌য় পু‌লিশ মোটরসাইকেল‌টি‌কে সিগন্যাল দি‌লে তারা গ‌তি ক‌মিয়ে পুনরায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা ক‌রে ব্যর্থ হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যা‌য়ে তা‌দের কা‌ছে থাকা লাইল‌নের ব্যাগে ৪০ বোতল ফে‌ন্সি‌ডিল আছে ব‌লে স্বীকার ক‌রে। এ সময় পুলিশ ফেন্সিডিল উদ্ধার করে।

এ ঘটনায় ওই রা‌তে খা‌লিশপুর থানার উপ পরিদর্শক (এসআই) ম‌তিউর রহমান বাদী হ‌য়ে ওই দুই কারবা‌রির বিরু‌দ্ধে মাদক আইনে মামলা দা‌য়ের ক‌রেন। একই বছ‌রের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়র হো‌সেন তা‌দের দুইজনকে আসা‌মি ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। প্রায় ১০ বছর পরে আজ মামলার রায় ঘোষণা করা হয়। 

মোহাম্মদ মিলন/আরকে