বাগদান সেরে ফিরছিলেন, পথেই থেমে গেল প্রবাসীর জীবন
নতুন জীবন শুরু করার প্রস্তুতি চলছিল পুরোদমে। বাড়িতে বইছিল উৎসবের আমেজ। বাগদান সেরে হবু বধূকে দেখতে গিয়েছিলেন প্রবাস ফেরত মো. আজিজুর রহমান। তবে আর ফেরা হয়নি। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
সোমবার (১৬ জুন) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর-পানিপাড়া আঞ্চলিক সড়কের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আজিজুর রহমান (৩৫) কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামের ইবাদাত মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে শ্রমিকের কাজ করতেন। প্রায় দুই মাস আগে দেশে ফেরেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেশে ফেরার পর আজিজুর ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। গত শুক্রবার (১৩ জুন) কামশিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। সোমবার হবু বধূকে দেখতে যান তিনি। দেখা শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন আজিজুর।
পথে জয়নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন আজিজুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কৃপা বিশ্বাস/এমএসএ