প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো—পার্বতীপুর উপজেলার হুগলিপাড়া এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া (৮) ও মোশাররফ হোসেনের মেয়ে মুসফিকা আক্তার (৯)। তারা আনোয়ারুল হিফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতোই তারা মাদরাসায় যায়। দুপুর সাড়ে ১২টার দিকে টিফিনের সময় বাড়ি ফিরে আসে। এরপর তারা দুজন প্রতিবেশী আরও দুই শিশুর সঙ্গে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর বাকি দুই শিশু ফিরে এলেও মিম ও মোবাস্বিরা আর ফেরেনি। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় লোকজন পুকুরে জড়িয়ে ধরা অবস্থায় তাদের মরদেহ খুঁজে পান।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গিয়ে বলেন, এই দুর্ঘটনায় আমরা শোকাহত। আজকের জন্য উপজেলার সব সরকারি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পুকুরের চারপাশে নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হবে। এই পুকুরে এখন থেকে কেউ গোসল করতে পারবে না এবং রাত ৮টার পর উপজেলা পরিষদের গেট বন্ধ থাকবে।

আনোয়ারুল হিফজুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, মিম ও মোবাস্বিরা ছিল অত্যন্ত মেধাবী। তাদের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএমকে