বরগুনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
রগুনার আমতলীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী নামক এলাকার মো. আজিজুল ইসলাম (৬৫) এবং গলাচিপা উপজেলার নলুয়া বগী নামক এলাকার খালেদা বেগম (৫০)। এ ঘটনায় আহত এক নারী যাত্রীকে গুরুতর অবস্থায় পটুয়াখালী হাসপালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ইকরা লাক্সারী পরিবহনের একটি বাস কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে দুপুরের দিকে বাসটি আমতলী উপজেলার ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে গেলে যাত্রীদের মধ্যে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের খবরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
বরগুনা ও আমতলীর দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আহত আরও তিনজনকে পটুয়াখালী হাসপাতালে পাঠিয়েছেন।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুইজনের মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক এবং হেল্পার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ইকরা লাক্সারী পরিবহনের ওই বাসটিকে জব্দ করা হয়েছে।
আব্দুল আলীম/আরএআর