একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্কিম দেশের প্রতিটি নাগরিকের বার্ধক্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এই পেনশন স্কিম শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একটি মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা। এই উদ্যোগ একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজ গঠনের পথপ্রদর্শক। তিনি সংশ্লিষ্ট সবাইকে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে ব্যাপক প্রচারের আহ্বান জানান।

সোমবার (২৩ জুন) দুপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৫ উপলক্ষে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলা প্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম মূল প্রবন্ধ উপস্থাপনায় সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন এবং কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুরের উপমহাপুলিশ পরিদর্শক কার্যালয়ের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি. এম. আশরাফ উল্যাহ তাহের, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম প্রমুখ।

এর আগে, সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা-২০২৫-এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। মেলায় ৫০টি স্টল ব্যাংক, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ ও রকেট), ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্য অংশীজনরা অংশগ্রহণ করে।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে