এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় কুমিল্লার লালমাইয়ে একটি কেন্দ্রে তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের আওতাধীন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে বাংলা ১ম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে লালমাই সরকারি কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। সকালে পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক পর কেন্দ্র পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ সময় পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে দেখায় তিনজনকে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করার অপরাধে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তিনজন লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী। পরীক্ষায় কেউ যেন অসদুপায়ের সুযোগ নিতে না পারে আমরা সেই বিষয়ে সচেষ্ট রয়েছি।

তারেক চৌধুরী/এএমকে