শেবাচিমে ডেঙ্গুতে শিশুর মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪১ জন।
শনিবার (২৮ জুন) বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
মারা যাওয়া এক বছর ৯ মাস বয়সী শিশু তোহা ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোহেলের ছেলে।
বরিশাল স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া পটুয়াখালীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, ভোলা সদর হাসপাতালে ৩, বরগুনায় ৬৮ জন পিরোজপুরে ৯ জন ভর্তি হয়েছে। ঝালকাঠি জেলায় ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২১ জন।
বিজ্ঞাপন
এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা বলা মুশকিল। কারণ, অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সেই সংখ্যা আমাদের কাছে থাকলে সবাই বুঝত, ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে