মাগুরার শ্রীপুরে পুকুরে ডুবে তাহসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাহসিন ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। পরিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে একা খেলছিল শিশু তাহসিন। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
 
পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

তাছিন জামান/এনএফ