সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ
সিলেটে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা একই দলের বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত ব্যক্তি এমদাদুল ইসলাম মিজান সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্রে জানা যায়, গত বুধবার (২ জুলাই) বিকেলে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে ধরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, কয়েকজন যুবক নগরের আম্বরখানা এলাকা থেকে মিজানকে ধরে নিয়ে যান। পরে দর্শনদেউরি এলাকায় নিয়ে গিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে তার ওপর হামলা চালানো হয়। ঘটনার পর তার মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ভুক্তভোগী এমদাদুল ইসলাম মিজান অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের এক নেতার সঙ্গে তার বিরোধ ছিল। সেই বিরোধের জেরে ১০-১২ জন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী তাকে অপহরণ করে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। এরপর মিথ্যা অপবাদ দিয়ে তার মাথা ন্যাড়া করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মিজান বলেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার বিচার চেয়ে তিনি দলের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের অবগত করেছেন।
এ বিষয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। এখনই বিস্তারিত কিছু বলবো না। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।
মাসুদ আহমদ রনি/এএমকে