যাদের ভরাডুবির ভয় আছে, তারা পিআর পদ্ধতি চায় : প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অধিকার হরণ হয়। এটি স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েমের পথও প্রশস্ত করবে। কিন্তু হঠাৎ করে পিআর পদ্ধতির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে বর্ণচোরা গুটি কয়েক দল। এর পেছনে যড়যন্ত্র আছে। নির্বাচনে যাদের ভরাডুবির ভয় আছে, তারাই পিআর পদ্ধতিতে ভোট চায়। তারা প্রত্যক্ষ ভোটের নির্বাচনকে ভয় পায়। সেজন্য তারা নির্বাচন বিলম্বিত করতে ইস্যু সৃষ্টির কূটকৌশল করছে।
রোববার (৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রিন্স আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে বিএনপি অঙ্গীকারবদ্ধ। ফ্যাসিবাদ দ্বারা দেশের সঙ্গে বিএনপিও ক্ষতিগ্রস্ত। এদের মোকাবেলা করেই বিএনপি টিকে আছে। ভবিষ্যতে ফ্যাসিবাদের যেন আর পুনরুত্থান ঘটতে না পারে সে জন্য বিএনপি আন্তরিকভাবেই সংস্কার চায়। কিন্তু সংস্কারের নামে অযৌক্তিক ইস্যু নিয়ে জটিলতা সৃষ্টি নির্বাচন বিলম্বিত করার যড়যন্ত্র।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে চ্যালেঞ্জ মোকবিলায় নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। শত শহীদের রক্তে, গুম, খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগে আর লাখো নেতাকর্মীর অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে ফ্যসিবাদের অবসান হলেও পরিপূর্ণ বিজয় অর্জন হয়নি। অতিদ্রুত নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তবেই পরিপূর্ণ বিজয় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।
বিজ্ঞাপন
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের প্রতিটি গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা এবং মহল বিশেষের বিএনপি বিরোধী প্রচারণায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সে দিকে সতর্ক থাকার আহ্বান জানান।
ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সমন, আবদুল মোমেন শাহীন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন প্রমুখ।
আমান উল্লাহ আকন্দ/আরএআর