এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১১টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। কৃতিত্বপূর্ণ এই ফলাফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আনন্দের বন্যা বইছে। এর বিপরীতে, একই বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বোর্ড সংশ্লিষ্ট মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, পাস-ফেলের এই ‘১১ সংখ্যার’ গোলকধাঁধা নিয়ে সংশ্লিষ্ট মহলের ভেতরে-বাইরে রহস্যজনক নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

তবে বিষয়টি কাকতালীয় বলে মনে করছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি আশ্চর্যজনক। এর বাইরে আমি কিছু মনে করছি না।

শতভাগ কৃতকার্য হওয়া বিদ্যালয়গুলো হলো

  1. জামালপুর জেলার বকশিগঞ্জ উলফাতুন্নেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৫৪ জন পরীক্ষার্থী)।
  2. আম্বিয়া ইয়াকুব বালিকা উচ্চ বিদ্যালয় (৪৯ জন পরীক্ষার্থী)।
  3. ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লামকাইন বালিকা উচ্চ বিদ্যালয় (১০ জন পরীক্ষার্থী)।
  4. ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (২৪৬ জন পরীক্ষার্থী)।
  5. ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (৪৭ জন পরীক্ষার্থী)।
  6. ত্রিশালের কাটাখালী ওমর আলী উচ্চ বিদ্যালয় (১০ জন পরীক্ষার্থী)।
  7. নেত্রকোনার সাজিউড়া মফিলা ফয়েজ আদর্শ উচ্চ বিদ্যালয় (৫৪ জন পরীক্ষার্থী)।
  8. কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ (৫৬ জন পরীক্ষার্থী)।
  9. ময়মনসিংহের আইডিয়াল মডেল একাডেমি (৮৩ জন পরীক্ষার্থী)।
  10. জামালপুরের চিলড্রেন্স হোম পাবলিক স্কুল (৭৮ জন পরীক্ষার্থী)।
  11. ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর (৫৮ জন পরীক্ষার্থী)।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো

  1. জামালপুরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় (৯ জন পরীক্ষার্থী)।
  2. মেলান্দহ উপজেলার কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয় (১৬ জন পরীক্ষার্থী)।
  3. বানিয়াবাড়ী এম.এ মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় (২ জন পরীক্ষার্থী)।
  4. সরিষাবাড়ী উপজেলার চাপড়াকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় (১০ জন পরীক্ষার্থী)।
  5. ময়মনসিংহের ভালুকা উপজেলার রংচাপড়া উচ্চ বিদ্যালয় (১১ জন পরীক্ষার্থী)।
  6. ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি (৪ জন পরীক্ষার্থী)।
  7. গফরগাঁও দারোগাবাড়ী উচ্চ বিদ্যালয় (৯ জন পরীক্ষার্থী)।
  8. ফুলপুর উপজেলার শাহ শহীদ সারোয়ার মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (৪ জন পরীক্ষার্থী)।
  9. ত্রিশালের মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয় (৭ জন পরীক্ষার্থী)।
  10. জামালপুরের বকশিগঞ্জ চন্দ্রবাজ হুসনা ওসমানী বালিকা উচ্চ বিদ্যালয় (১ জন পরীক্ষার্থী)।
  11. সভার চর মডেল জুনিয়র স্কুল (৩ জন পরীক্ষার্থী)।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে