রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভটি প্রথমে আব্দুস সালাম হল থেকে শুরু হয়। পরে অন্যান্য আবাসিক হল থেকেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন। একপর্যায়ে নারী শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার থাকবেন।

এদিন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন তারা।

বিক্ষোভে নোবিপ্রবির শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুজতাবা ফয়সাল নাইম বলেন, দেশের ছাত্রজনতা যে আশায় ২৪ সালের জুলাইতে রাজপথে নেমেছিল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তা প্রতিনিয়ত ভঙ্গ করে চলেছে। মিটফোর্ডে যুবদল নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।

সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, গত ৯ জুলাই ব্যবসায়ীকে যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, তা একেবারে আইয়ামে জাহিলিয়াত যুগের মতো। এটি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। যারা এ কাজ করেছে, তারা প্রত্যেকে সন্ত্রাসী। আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, সেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। ইনশাআল্লাহ, এসব অপকর্মের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। আমরা সবসময় এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

হাসিব আল আমিন/এএমকে