ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলাকেটে হত্যাকাণ্ডের মূলহোতা মো. নজরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে জেলা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আসামি নজরুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার সলতু মিয়ার ছেলে। তিনি নিহত ময়না আক্তারের দেবর।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবীর ঢাকা পোস্টকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি নজরুল ইসলাম এর আগেও জয়দেবপুর থানার একটি হত্যা মামলার আসামি হয়ে দুই বছর জেল খেটেছেন। এরপর তার বড় ভাই ও নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম একটি সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ করে তাকে জেল থেকে ছাড়িয়ে এনে গত দুই মাস আগে নিজের ভাড়া বাসায় রেখেছিল। এরপর গত ১৪ জুলাই ভোররাতে দুই শিশুসহ মাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান। 

ওসি আরও বলেন, এ ঘটনায় সোমবার রাতে নিহত ময়না আক্তারের বড় ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে আজ বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে