চার ঘন্টা ধরে কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে আছে। রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করার কথা থাকলেও চার ঘন্টায়ও রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ৯ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেল স্টেশনের আউটারে ট্রেনটি লাইনচ্যুত হয়। রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকাত আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর স্টেশন আউটারে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার সময় পয়েন্টের মুখে ইঞ্জিনের ৮টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো যাত্রী হতাহত হননি। তবে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনে আছে। 

অপরদিকে, ঘটনার পর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করার থাকলেও রাত ৯টা পর্যন্ত রিলিফ ট্রেনটি এসে পৌঁছায়নি। ফলে চট্টগ্রামগামী ওই লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে চার ঘণ্টা ধরে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকাত আলী ঢাকা পোস্টকে বলেন, পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার কথা রয়েছে। রিলিফ ট্রেন এলে লাইনচ্যুত হওয়া ট্রেনটিকে উদ্ধার করা হবে। এখন থেকে (রাত ৮টা ৫৫ মিনিট) থেকে আধ ঘণ্টা মধ্যে রিলিফ ট্রেনটি এসে পৌঁছাবে বলে জানান এই কর্মকর্তা। 

আরিফ আজগর/আরএআর