ফেনীতে অভিযান চালিয়ে ১০ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা সিএনজি চোর চক্রের মূলহোতা মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ফেনী শহরের মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ জুলাই) দুপুরে র‍্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুলাল জেলার সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামের মৃত জুলকু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর সোনাগাজী মডেল থানায় করা এক চুরির মামলায় দুলালকে এক বছর দুই মাস সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে শহরের মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে ফেনী সদর, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় করা চুরি, ডাকাতি এবং ছিনতাই সংক্রান্ত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে ফেনীস্থ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তারেক চৌধুরী/এএমকে