ঈশ্বরদীতে উপজেলা আ.লীগ নেতা মিনহাজসহ ১৬ জন গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অভিযান চালিয়ে আরও ১৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) রাতে ঈশ্বরদী শহরের শেরশাহ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মিনহাজ ফকিরকে।
বিজ্ঞাপন
তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রোববার (২০ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে মিনহাজ ফকিরের নাম উঠে আসে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। একই রাতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
রাকিব হাসনাত/এআইএস