ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ওই ইউনিয়নের ঢোলারহাট বাজার থেকে তাকে আটক করা হয়েছে বলে সত্যতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢোলারহাট বাজারের একটি কীটনাশক ও সারের দোকানে অবস্থান করছিল। এ সময় অখিল চন্দ্র রায়কে আটক করে রুহিয়া থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশ হেফাজতে রুহিয়া থানা থেকে সদর থানায় আনা হয়। দ্রুত সময়ের মধ্যে আদালতে তোলা হবে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের ঢাকা পোস্টকে বলেন, তাকে গ্রেপ্তারের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
আর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে দ্রুতই আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রেদওয়ান মিলন/আরকে