রাজশাহীর পবা উপজেলায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষে এক ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামে এই মারামারির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আমিরুল ইসলাম (৩২)। আহত হয়েছেন তাঁর সৎ ভাই গোলাম আজম (৩০)। তাকে রামেক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে কয়েক দিন আগে আমিরুল ও তার মায়ের আগের স্বামীর সন্তানদের মধ্যে বিরোধ শুরু হয়। বিষয়টি রোববার (২৭ জুলাই) স্থানীয়ভাবে মীমাংসার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলে আলিমগঞ্জ গ্রামে আবার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। এতে আমিরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমিরুল ও গোলাম আজমকে জরুরি বিভাগে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ বিষয়ে দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এআইএস