নাটোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলতাফ রেজা আবির (৩৫) নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দলের জেলা সভাপতিসহ আরও দুই কিশোর।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার হরিশপুর এলাকার রহিম ফিলিং স্টেশন সংলগ্ন নাটোর-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের সাবেক মেম্বর ওয়াসিক লাকির ছেলে এবং ইসলামী যুব আন্দোলন নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ছিলেন। 

দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ও আগামী নির্বাচনে নাটোর-২ আসনে দলের সম্ভাব্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত আরও দুই কিশোর হলেন- বড়াইগ্রামের পাড়কোল এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রিদোয়ান হোসেন জিম ও আগ্রান এলাকার মোশারফ হোসেনের ছেলে সাকলইন খান।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাকলাইন ও জিম নাটোর শহর থেকে বড়াইগ্রামের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় সাংগঠনিক সফর শেষে বিপরীত দিক থেকে আসা ইসলামী আন্দোলনের নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী ও আলতাফ রেজা আবিরের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। 

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার এনায়েত উল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আশিকুর রহমান/এমএন