নাটোরের বাগাতিপাড়ায় হেরোইন ও গাঁজা বিক্রির সময় স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উপজেলার হিজলী পাবনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ আটক করা হয় আকবর আলীর ছেলে জনি (৩৬) ও তার স্ত্রী চম্পা খাতুনকে।

এদিকে একইদিন দুপুরে মালঞ্চি বাজারে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম তুফান নামে অপর মাদক ব্যবসায়ীকে তার নিজস্ব লন্ড্রির দোকান থেকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। আটক শহীদুল সোনাপাতিল মহল্লার আব্দুল হামিদের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে জানান তিনি।

আশিকুর রহমান/এমএন