দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে সশস্ত্র সংঘর্ষ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) এর মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
বিজ্ঞাপন
ইউপিডিএফ (প্রসিত) এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, আমরা এমন কোনো সংঘর্ষের বিষয়ে অবগত নই। এ ধরনের কোনো ঘটনা ঘটলে দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, জারুলছড়ি এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুর্গম জোড়া সিন্ধু কারবারিপাড়ায় গুলি বিনিময়ের খবর পেয়েছি। লোকমুখে হতাহতের কথা শোনা গেলেও এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো মরদেহ উদ্ধার করা যায়নি।
বিজ্ঞাপন
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরেই আঞ্চলিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ও ভৌগোলিক নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত ও সহিংসতা চলছে। সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় ওই এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুর্গমতার কারণে ঘটনাস্থলটি নিরাপত্তা বাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল ঢাকা পোস্টকে জানান, দীঘিনালার নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হবে।
মোহাম্মদ শাহজাহান/এমএএস