ছেলের পথে হাঁটলেন বাবা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিন মাস আগে একমাত্র ছেলেকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বাবা। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়দের সহানুভূতিতেই চলছিল চিকিৎসার চেষ্টা। তবে শেষরক্ষা হয়নি। ছেলের মৃত্যুশোক শেষ পর্যন্ত না নিতে পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন নূর হোসেন (৫০)।
শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গোয়ালটুলি গ্রামে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নূর হোসেন ওই গ্রামের মৃত বাহুর ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেম ঘটিত কারণে নূর হোসেনের একমাত্র ছেলে আত্মহত্যা করে। এরপর থেকেই নূর হোসেন মানসিকভাবে ভেঙে পড়েন এবং ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা চাঁদা তুলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর চেষ্টা করছিলেন। তার আগেই শুক্রবার রাতে নিজ ঘরে ফাঁস দেন তিনি।
বিজ্ঞাপন
নূর হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামীর চিকিৎসার জন্য বাড়ির পাশে একজনের সাথে টাকার বিষয়ে কথা বলতে গেছিলাম। পরে বাড়িতে এসে দেখি আত্মহত্যা করেছে।
ভানোর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আলী বলেন, নূর হোসেন খুবই অসহায় ছিলেন। একমাত্র ছেলের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসার প্রস্তুতি চলছিল, কিন্তু তার আগেই তিনি আত্মহত্যা করেন।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ ঘটনাস্থলে গেছে।
রেদওয়ান মিলন/এমএএস