যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দিদারুল ইসলাম (৩৬) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত দিদারুলের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ার পৌর এলাকায়।

নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা যায় সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউর একটি বাণিজ্যিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। এসময় বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই দিদারুলসহ পাঁচজন নিহত হন। পরে বন্দুকধারী আত্মহত্যা করেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, হামলাকারীর নাম শেন ডেভন তামুরা (২৭)। তিনি একটি আধুনিক এম৪ রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট পরে হামলা চালান। এ সময় নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তাকে বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।

নিহত দিদারুল ইসলামের দুই সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। মৃত্যুর খবর পৌঁছালে কুলাউড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দিদারুলের মৃত্যুর বিষয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, দিদারুলের দেশের বাড়িতে কেউই থাকেন না। তার পরিবারের সবাই আমেরিকায় থাকেন। আমরা ঘটনা জানার পরপরই তার বাড়িতে খোঁজ নিয়ে বিষয়গুলো জানতে পারি।

এদিকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য পুলিশ অফিসার দিদারুল ইসলাম নিহত হয়েছেন। আমাদের বিভাগের সেরা ব্যক্তিত্বের মূর্ত প্রতীক তিনি। দুঃখজনকভাবে, আজ নিউইয়র্কবাসীকে বিপদ থেকে রক্ষা করার সময় তার জীবন শেষ হয়ে গেল। এই অকল্পনীয় বেদনাদায়ক সময়ে, আমরা তার পরিবার এবং প্রিয়জনদের জন্য প্রার্থনায় এক সঙ্গে দাঁড়িয়ে আছি। আমরা চিরকাল তার উত্তরাধিকারকে সম্মান জানাব এবং তার নিঃস্বার্থ সেবাকে স্মরণ করব।

মাসুদ আহমদ রনি/আরকে