টাঙ্গাই‌লে মহাসড়‌কে থে‌মে থে‌মে চল‌ছে যানবাহন। এ‌তে কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বৃ‌ষ্টি, বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা ও মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ থাকায় এমন চিত্র তৈ‌রি হ‌য়ে‌ছে। এ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত সড়‌কে প্রায় ২৫ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানবাহ‌নের ধীরগ‌তি র‌য়ে‌ছে। 

স‌রেজ‌মি‌নে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এ‌লেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গে‌ছে, প‌রিবহন একটা আরেকটার পেছনে লে‌গে আ‌ছে। এ‌তে ঢাকা ও উত্তরবঙ্গগাম দুই লে‌নেই পরিবহ‌নের দীর্ঘ সা‌রি র‌য়ে‌ছে। ত‌বে হাইও‌য়ে ও জেলা থানা পু‌লি‌শের সদস্যরা মহাসড়‌কে যানজট নিরস‌নে কাজ কর‌ছে। 

জানা গে‌ছে, বৃ‌ষ্টির কার‌ণে শ‌নিবার সন্ধ্যার পর থে‌কেই মহাসড়‌কে ধীরগ‌তি‌তে যানবাহন চলাচল ক‌রে‌ছে। এর ম‌ধ্যে রাত ৩টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৯ নম্ব‌রের পিলা‌রের কা‌ছে এক‌টি যাত্রীবা‌হী বাস পেছন থে‌কে এক‌টি ট্রাক্টর‌কে ধাক্কা দেয়। এ‌তে ট্রাক্টর‌টি উ‌ল্টে গি‌য়ে সেতুর ওপরই আগুন ধ‌রে যায়। এ ঘটনায় দুইজন নিহত হয়। 

প‌রে পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস ও সেতু কর্তৃপক্ষ পরিবহন দুটি উদ্ধার কার্যক্রম শেষ কর‌লে সেতু দি‌য়ে যানবাহন পারাপার শুরু হ‌য়। এর আ‌গে দুর্ঘটনার পরই সেতু‌র দুই পা‌ড়ে টোল আদায় বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ। ফ‌লে মহাসড়‌কে রাত থে‌কেই যানজ‌ট বে‌ড়ে যায়। এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় অংশে যানজ‌টের প্রভাব প‌ড়ে টাঙ্গাইল অং‌শে। ফলে সকাল থে‌কে মহাসড়‌কে গা‌ড়ি থে‌মে থে‌মে চলছে। 

মহাসড়‌কের এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, বিভিন্ন কার‌ণে সকাল থে‌কেই মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে। বর্তমা‌নে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাই‌লের পৌ‌লি পর্যন্ত প‌রিবহনের দীর্ঘ সা‌রি র‌য়ে‌ছে। 

অভিজিৎ ঘোষ/এসপি