স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করলেন সানাই
আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব যৌতুক দাবির অভিযোগে তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলার আবেদন গ্রহণ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
বিজ্ঞাপন
সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা বলেন, আমার মক্কেলকে তার স্বামী ২২ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এই অভিযোগে মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৭ মে সানাই ও আবু সালেহ মুসার বিয়ে হয়। বিয়ের সময় সানাইয়ের পরিবারের পক্ষ থেকে আসবাবপত্রসহ ১৫ ভরি স্বর্ণালঙ্কার দেওয়া হয়, যা এখনো আসামির হেফাজতে রয়েছে। বিয়ের পর শুরুতে মুসা একটি চাকরিতে ছিলেন। তবে ২০২২ সালের ৩০ ডিসেম্বর তিনি চাকরি ছেড়ে ব্যবসা করবেন বলে জানান। সানাই বিষয়টি মেনে নিয়ে তাকে সমর্থন করেন।
বিজ্ঞাপন
সানাই বলেন, তখন আমি ভাবি- সংসার তো আমার, সে যদি চাকরি না করে ব্যবসা করতে চায় ভালো। আমি বাধা দিই না। কিন্তু পরে দেখি সে কোনো অগ্রগতি দেখাতে পারছে না। একপর্যায়ে সে বলে তার কাছে টাকা নেই। তখন আমি বিবেচনা করে নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ, মোট ১৯ লাখ টাকা দিই।
তার অভিযোগ, ওই টাকা নেওয়ার পর স্বামী আবু সালেহ মুসা লাপাত্তা হয়ে যান। পরে জানান যে টাকা খরচ হয়ে গেছে এবং নতুন করে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন।
সানাই বলেন, আমি বলি, ঠিক আছে তুমি একটা দোকান কিনে বসো, আমি টাকার ব্যবস্থা করছি। কিন্তু সে চায় টাকা সরাসরি হাতে দেই। আগের টাকার কোনো হিসাব দেয় না আমি আর কীভাবে তাকে টাকা দিই?
মামলার অভিযোগে বলা হয়, অর্থ না দেওয়ায় মূসা সানাইয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর তাকে বাসা থেকে বের করে দেন এবং বলেন, ২২ লাখ টাকা না দিলে আর সংসার করবেন না। এমনকি অন্যত্র বিয়ে করার হুমকিও দেন।
সানাই বলেন, তার গ্রামের বাড়িতে গিয়ে থাকার ফলে সে দীর্ঘদিন আমার কোনো খোঁজ নেয়নি। মাঝেমধ্যে এসে হতাশাজনকভাবে টাকা চেয়েছে এবং বলেছে আমাকে টাকার জন্য বিয়ে করেছে।
তবুও সংসার রক্ষার আশায় সানাই ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান। জবাবে মুসা ১৭ জুলাই নোটিশ পাঠিয়ে অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বলে উল্লেখ করেন।
সানাই বলেন, আমি তাকে বলেছি, তুমি কিছু একটা করো, আমি ইনকাম করছি, চল আমরা সংসার করি। কিন্তু সে কোনো আশানুরূপ সাড়া দেয়নি। আমার কাছে সব প্রমাণ আছে, আমি বহুবার চেয়েছি আমরা একসাথে থাকি। কিন্তু সে বলে, লিগ্যাল নোটিশ যতই পাঠাও, আমি আর নেব না, আর সংসারও করব না।
শরিফুল ইসলাম/আরএআর