বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান শেলুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে এ গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মামলার বাদী মো. তারেক মিয়া থানায় উপস্থিত হয়ে দাবি করেন, চেয়ারম্যান শেলু এই ঘটনায় জড়িত নন। তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। তিনি মামলার তালিকা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু পুলিশ প্রশাসনের অনড় অবস্থানে বাদী ও পুলিশের মধ্যে বাগবিতণ্ডা হয়।
বিজ্ঞাপন
শেলুর গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করে থানায় জড়ো হন তার আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসী। পুলিশ যখন তাকে মৌলভীবাজার নিয়ে যাচ্ছিল তখন কয়েকজন প্রতিবাদস্বরূপ গাড়ির সামনে শুয়ে পড়েন।
অনি চৌধুরী/এমএ