সিলেটে নারীসহ ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ৫ নারীসহ ২২ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, নেত্রকোনার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ণ মহানায়ক, প্রণয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর মো. কাউসার আলী (১৭), মো. নূর আমিন (১৫), সিলেটের মারজান হোসাইন (১৭), মো. ইসলাম উদ্দিন (২৫), ইকরামুর রহমান সায়েম (১৬), মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের পপি রানী (১৬), ময়মনসিংহের শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার মো. হাসান আলী (৩০), যশোরের কাশফিয়াতুন নূর (১৭) ও জামালপুরের মো. শামীম (৩৫)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ফিরিয়ে আনা ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ কর্তৃক আটক হয়েছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজা ভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তাদের ফেরত পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাসুদ আহমদ রনি/এএমকে