গাজীপুরে ব্রিজের নিচে ভাসছে নারীর মরদেহ
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া ফাওকলে রেল ব্রিজের নিচে পানিতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখা গেছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে ওই ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
স্থানীয় লোকমান হোসেন নামে একজন বলেন, সকালে রেল ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই মরদেহটি ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মরদেহটি দেখার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।
এএমকে