এসএসসির ফল পুনঃনিরীক্ষণ
কুমিল্লা বোর্ডে ৮৪৪ জনের ফল পরিবর্তন
চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। নতুনভাবে প্রকাশিত পরীক্ষার ফলে ৮৪৪ জন শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। ১৯০ জন অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন পাস করে। ৬০ হাজার ৯৯১জন অকৃতকার্য হয়।
অকৃতকার্য হওয়া এসব পরীক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৫৩১ জন তাদের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। মোট ৭৫ হাজার ৮৭৭টি পাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। বিধি মোতাবেক উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর নতুন ফল তৈরি করা হয়।
বিজ্ঞাপন
পুনঃনিরীক্ষণের জন্য জিপিএ-৫ বেড়েছে ৬৭টি। আগে জিপিএ ৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের অনলাইন আবেদনের প্রেক্ষিতে নতুন করে পরীক্ষার পাতাগুলো যাচাই করা হয়েছে। এতে কিছু শিক্ষার্থীর পরীক্ষার ফল পরিবর্তন হয়েছে। শতভাগ স্বচ্ছতার সঙ্গে যাচাই প্রক্রিয়া শেষ করার পর এ ফল ঘোষণা করা হয়েছে।
আরিফ আজগর/এএমকে